বরিশালে মাদকসম্রাজ্ঞী মহরজান বেগম আটক
প্রকাশ: ২০১৯-০৩-০৬ ০৯:২২:২০ || আপডেট: ২০১৯-০৩-০৬ ০৯:২২:২০

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকা থেকে নগদ ৩ লাখ টাকা ও ২০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
আটক এ নারীর নাম মহরজান বেগম (৪৫) এবং তিনি এলাকায় ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন বরিশাল র্যাব-৮ এর কার্যালয়।
তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার মিনহাজদী এলাকার মৃত আলমগীর সরদার স্ত্রী।
মঙ্গলবার রাত ১০টার দিকে এই মাদকসম্রাজ্ঞীকে আটক করার বিষয়টি গণমাধ্যমে পাঠানো মেইলে নিশ্চিত করে বরিশাল র্যাব-৮ এর কার্যালয়।
বরিশাল র্যাব-৮ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।
বরিশাল র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল মহরজান বেগমের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় র্যাবের নারী সদস্যরা তার দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ চার হাজার ৪৮৫ টাকা উদ্ধার করে।
এ ঘটনায় গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহরজান বেগমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
356Shares